বিভিন্ন পদে ৫৩০ কর্মী নেবে যানবাহন অধিদপ্তর

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১০:৩২
নিয়োগ পরীক্ষার ধরন
প্রার্থী নির্বাচনে সব পদের ক্ষেত্রেই লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তবে পদভেদে কম্পিউটার টাইপিং ও ব্যাবহারিক পরীক্ষা নেওয়া হতে পারে। আবেদনের পর কেবল যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি জানানো হবে। শুরুতেই নেওয়া হবে লিখিত পরীক্ষা।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক এবং পদ অনুসারে বসতে হবে ব্যাবহারিক পরীক্ষায়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার বিধি অনুসারে এই নিয়োগ পরীক্ষায় সংক্ষিপ্ত পদ্ধতির লিখিত প্রশ্ন করা হতে পারে।
প্রশ্নপত্র বিশ্লেষণ
সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী, অধিদপ্তরের কর্মচারী নিয়োগের সব পদেই সংক্ষিপ্ত পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়ার বিধান রয়েছে। গাড়িচালক বা ড্রাইভারসহ বেশ কিছু পদে লিখিত পরীক্ষায় ৪০, মৌখিক পরীক্ষায় ১০ নম্বরসহ মোট ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, মেকানিক ও ‘সহকারী’ সম্পর্কিত সব পদের পরীক্ষায় ১০০ নম্বরের লিখিত এবং ১০ নম্বরের ভাইভাসহ মোট ১১০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বিধি অনুসারে ২০২৩ সালের গাড়িচালক পদের পরীক্ষায় এক ঘণ্টার মোট ৪০ নম্বরের সংক্ষিপ্ত পদ্ধতির লিখিত পরীক্ষা নেওয়া হয়। বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ১০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর বরাদ্দ ছিল। অন্যান্য পদে ১০০ নম্বরের দেড় ঘণ্টার লিখিত পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০, গণিতে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বরের প্রশ্ন ছিল। এবারের পরীক্ষায়ও এই পদ্ধতি অনুযায়ী প্রশ্ন হতে পারে।
চালক পদের পরীক্ষার প্রস্তুতি
এর আগে নিয়োগ পাওয়া গাড়িচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পদের যোগ্যতা যেহেতু অষ্টম বা সমমান, তাই এই মান অনুযায়ীই পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় প্রাথমিক পর্যায় ও অষ্টম শ্রেণির বই থেকেই মূলত প্রশ্ন করা হয়। বাংলার সাধারণ বিষয়াবলি, ইংরেজির বানান, শব্দ তৈরি, বাক্য তৈরি—এসব বিষয়, গণিতের সহজ হিসাব, লগবুক অনুসারে কিলোমিটারের হিসাব, সাধারণ যোগ-বিয়োগ, গুণ ও ভাগ অধ্যায় এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল ও সাধারণ জ্ঞানের সমসাময়িক বিষয়ে প্রশ্ন হতে পারে। অতিরিক্ত প্রস্তুতি হিসেবে বাজারে প্রচলিত ড্রাইভার নিয়োগের সহায়ক বই সংগ্রহ করতে পারেন। পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে বইগুলোও বেশ কাজে দেবে।
অন্যান্য পদের প্রস্তুতি
বিগত নিয়োগ প্রশ্নপত্রে দেখা গেছে, বাংলা সাহিত্য ও ব্যাকরণের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করা হয়েছে। ইংরেজিতে প্রশ্ন এসেছে গ্রামার অংশ থেকে। পাটিগণিত ও বীজগণিতের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ও অধ্যায় থেকে তুলনামূলক বেশি প্রশ্ন করা হয়েছে। সাধারণ জ্ঞানে জাতীয় ও আন্তর্জাতিক অংশে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বা আলোচিত ইস্যু থেকে প্রশ্ন হয়েছে। প্রস্তুতির জন্য অষ্টম এবং নবম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের বইগুলো অনুশীলন করতে পারেন। বিগত বছরের প্রশ্নপত্র দেখলে প্রার্থীরা পরীক্ষার ধরন ও প্রশ্নের মান সম্পর্কে সার্বিক ধারণা পাবেন। তা ছাড়া বিগত পরীক্ষার প্রশ্ন থেকেও অনেক প্রশ্ন কমন পড়ে। টেকনিক্যাল পদসহ বিভিন্ন পদের পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন প্রকাশনীর সহায়ক বই বাজারে পাওয়া যায়। বিভিন্ন ওয়েবসাইট ও ইউটিউবে খোঁজ করলেও প্রস্তুতি উপযোগী কনটেন্ট ও টিউটরিয়াল পাবেন।
পদভিত্তিক যোগ্যতা
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদ ১টি; যোগ্যতা স্নাতক বা সমমান, কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত, ভালো টাইপিং স্পিড এবং সংশ্লিষ্ট কাজে দক্ষ ও অভিজ্ঞ। মেকানিক (গ্রেড-বি) পদ ১৯টি; সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেডে এইচএসসি বা সমমান পাস এবং ২ বছরের অভিজ্ঞতা।
১৫তম গ্রেডে গাড়িচালক পদ ৩৩৩টি; অষ্টম/জেএসসি বা সমমান। ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী, অভিজ্ঞদের অগ্রাধিকার। ১৬তম গ্রেডে গাড়িচালক পদ ৭৩টি; অষ্টম/জেএসসি বা সমমান পাস। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী, অভিজ্ঞদের অগ্রাধিকার। অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদ ৪টি; এইচএসসি বা সমমান পাস। ভালো টাইপিং স্পিড ও সংশ্লিষ্ট কাজে দক্ষ ও অভিজ্ঞ।
হিসাব সহকারী পদ ৫টি, টাইমকিপার ১টি, ইনডেক্স সহকারী ২টি, জব সহকারী ১টি, স্টোরম্যান ১টি এবং লেজার সহকারী ৩টি। এসব পদের যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। স্পিডবোট চালক পদ ১০টি; স্পিডবোট চালনায় ৩ বছরের অভিজ্ঞতা।
মেকানিক (গ্রেড-ডি) পদ ১৬টি; সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেডে এসএসসি বা সমমান পাস এবং ২ বছরের অভিজ্ঞতা। ডেসপাস রাইডার পদ ১১টি; এসএসসি বা সমমান পাস এবং মোটরসাইকেল চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স। অফিস সহায়ক পদ ৫টি; এসএসসি বা সমমান পাস। ক্লিনার/হেল্পার পদ ২৯টি; টেকনিক্যাল ট্রেডে এসএসসি বা সমমান পাস। নিরাপত্তা প্রহরী পদ ১৬টি; এসএসসি বা সমমান পাস।
২০ নভেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী সব পদের প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদনপ্রক্রিয়া
আবেদন করতে হবে অনলাইনে (http://dgt.teletalk.com.bd)। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৪ বিকেল ৫টা। নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ পরীক্ষার নোটিশ পাওয়া যাবে সরকারি যানবাহন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dgt.gov.bd)।
বেতন-ভাতা
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ও পদভিত্তিক নির্ধারিত স্কেলে মাসিক বেতন এবং অন্যান্য আর্থিক সুবিধা দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির পদভিত্তিক সর্বনিম্ন বেতন স্কেল ২০তম গ্রেডে ৮,২৫০-২০,০১০ টাকা; সর্বোচ্চ বেতন ১৪তম গ্রেডে ১০,২০০-২৪,৬৮০ টাকা।
Source : samakal.com
0 Comments